بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সময় এক মহা মূল্যবান সম্পদ। এ সময়কে অহেতুক বিনোদন ও ক্রীড়া কৌতুকের মধ্যে ধ্বংস করে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়।
আল্লাহ তাআলা কুরআন মাজিদে মুমিনদের গুণ উল্লেখ করে বলেন,
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
‘মুমিনগণ সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত।’ [সূরা মুমিনুন, আয়াত: ১-৩]
তাই ক্রিকেট, ফুটবল বা এ-জাতীয় আখিরাত বিনষ্টকারী অহেতুক ক্রীড়া-কর্মে লিপ্ত হওয়া বা এগুলোকে পেশা হিসেবে গ্রহণ করা কোনো মুসলমানের জন্য সমীচীন নয়।
তবে যে খেলাধুলা শুধু ব্যায়াম বা শরীরচর্চার উদ্দেশ্যে হয় এবং শরয়ি আপত্তিকর বিষয় থেকে মুক্ত হয় তা জায়েয।
রদ্দুল মুহতার ৬/৩৯৫, ইনায়াহ ৯/৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী